Header Ads

Header ADS

Elements of the sentence- English to Bangla grammar step by step 2020-সহজে বাক্য শিখি-ঘরে বসে ইংরেজি শিখি

 Elements of the sentence-Bangla english grammar 2020-সহজে বাক্য শিখি-ঘরে বসে ইংরেজি শিখি

Elements of the sentence-Bangla english grammar 2020-সহজে বাক্য শিখি-ঘরে বসে ইংরেজি শিখি

Elements of the sentence


Elements of the sentence

আমরা কয়েকটি বাক্য দেখি,

  • সে বাড়ি যায়-He goes home.
  • সে ভাত খায়- He eats rice.

  • রহিমা মাঠে খেলা করে-Rahim plays in the field.

উপরের প্রতিটি বাক্যেই একটি করে কাজ ঘটেছে 

i) নং  বাক্যে “যায়”, 
 ii) নং বাক্যে “ খায়” , 
iii) নং বাক্যে “ খেলা করে” 

এগুলো হলো একএকএকটি কাজ। এদের বলে ক্রিয়া বা verb কোনো বাক্যে verb ই সবচেয়ে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে।তাহলে verb গুলো হলোঃ

i. goes

 ii. eats

 iii. plays

এই verb হলো কোন sentence এর সবচেয়ে গুরুত্বপূর্ন element বা উপাদান। এর সাহায্যে sentence এর অন্যান্য element গুলো নির্নয় করা যাবে।

এই কাজ করার জন্য নিচের প্রশ্নগুলোর উত্তর খুজতে হবে।

১।কাজটি “কে” (who) করে?

২। সে “ কি “ ( what) নিয়ে কাজ করে?

i.নং বাক্যে আমরা এখন ১ নং প্রশ্নটি আরোপ করব। এখানে কাজ হলো “যাওয়া” ।কিন্তু”কে” যায়? উত্তর হলো “সে”। তাহলে “ সে” হলো বাক্যের কর্তা বা “ subject”. 

এভাবে ii.নং বাক্যের subject হলো “He”, 

iii. নং বাক্যের subject হলো রাহিম 

এবার ২ নং প্রশ্নের দিকে আসা যাক ii,নং বাক্যে যে কাজটি ঘটেছে তা হলো “খাওয়া”। যদি প্রশ্ন করি সে “কি” খায়? তাহলে উত্তর হবেঃ সে “ভাত” খায়। তাহলে এত ভাত হলো object বা কর্ম ।

i.নং বাক্যে কোন object নেই iii. নং বাক্যেও কোনobject নেই।

এবার আরও কয়েকটি উদাহরণ

iv.রহিম একটি ভাল ছেলে-Rahim is a good boy.

v.রহিম ভাল খেলে- Rahim plays well.

vi.সে দ্রুত দৌড়ায় – He runs swiftly.

এই বাক্যগুলোতে কতগুলো অতিরিক্ত element আছে যাদেরকে জানার জন্য নিচের প্রশ্ন গুলো প্রযোজ্যঃ

৩,কেমন?

 ৪।কেমন ভাবে কাজটি করে?

iv.বাক্যে যদি প্রশ্ন করি রহিম “ কেমন” ছেলে? তাহলে উত্তর হয় সে “ ভাল” (good) ছেলে.এই good হলো adjective বা বিশেষণ।

v) নং বাক্যে যদি প্রশ্ন করি রহিম “ কেমনভাবে” খেলে উত্তর হলো সে “ভালোভাবে” খেলে। অর্থাৎ এই শব্দটি দিয়ে ক্রিয়া কিভাবে সংঘটিত হলো ( ভালো না মন্দভাবে ইত্যাদি) তা বুঝাচ্ছে একে বলে adverb এখানে adverb হলো well. 

এরুপে vi. নং বাক্যের adverb হলো “ দ্রুত” বা swiftly.

নিচের ছকটি পড়লে আরো ভালো ভাবে জানা যাবে

যে প্রশ্ন করতে হবে

যে element জানা যাবে

Example

১। “কে” করে?  Who does?

Subject

He eats rice.

২।“ কি নিয়ে কাজটি করে?

What does the subject act with?

object

He eats rice.

৩।“ কি” কাজ করে? What does the subject do?

VERB

He eats  rice.

৪। লোকটি বা জিনিসটি “কেমন”? HOW?

ADJECTIVE

He is a good boy.

 

৫।কাজটি “কেমনভাবে” সম্পন্ন হয়?

ADVERB

The bird flies swiftly.

একটি জিনিস লক্ষ কর। Adjective বা বিশেষন দিয়ে verd এর অবস্থা বুঝায় না subject বা object এর অবস্থা বুঝায়। তাহলে sentence এর element গুলো নিচের structure ( গঠন কাঠামো) গুলো দিয়ে প্রকাশ করা যায়ঃ

Structures                                                                   Examples

S+V+O                                                                 He     eats     rice

S+V+ADV                                                              He   runs   swiftly.

S+V+ADJ+NOUN                                             He is a good boy

এখানে S= Subject    O= object  ADV= adverb   ADJ= adjective

আমরা এখন আরেকটি গুরুত্বপূর্ন element নিয়ে আলোচনা করবঃ যেমন

vii. He is a doctor- তিনি একজন ডাক্তার।

এখানে doctor কি object ? নিশ্চই নয়। কারন object এর সাথে verb এর সম্পর্কা আছে। যেমন he eats rice বাক্যটির মধ্যে rice হলো object কারন এটা দ্বারা subject কাজ করা বুঝাচ্ছে  কিন্তু doctor দ্বারা কাজ করা বুঝাচ্ছে না তাহলে doctor টি কী? এটা হলো complement কারন এটা দ্বারা subject এর সম্পর্কে অতিরিত্ব তথ্য প্রদান করছে কারন যিনি সে তিনিই doctor. আর subject এবং complement এর মাঝে linking verb বসে যেতা আমরা পরবর্তীতে আলোচনা করব।

বাড়ির কাজঃ Element of sentence গুলো কি কি?




















No comments

Powered by Blogger.