Header Ads

Header ADS

The Sentence | English to Bangla Grammar step by step 2020| ইংরেজি বাক্য । ইংরেজি বাক্য শিখি খুব সহজে

 The Sentence | Bangla English Grammar step by step 2020| ইংরেজি বাক্য । ইংরেজি বাক্য শিখি খুব সহজে

The Sentence | Bangla English Grammar step by step 2020| ইংরেজি বাক্য । ইংরেজি বাক্য শিখি খুব সহজে
The Sentence 


Definition and characteristics:

নিচের শব্দসমষ্টিগুলো পড়ঃ
  • বাড়ি যায়
  • সে ভাত 
  • রহিম মাঠে
কোনটির দ্বারা পূর্ন অর্থ প্রকাশ পায়? অবশ্যই না। কিন্তু ঐ শব্দসমষ্টিগুলোকেই যদি নিচের কায়দায় লিখি
  • সে বাড়ি যায়।
  • সে ভাত খায়।
  • রহিম মাঠে খেলে।
তাহলে প্রতিটি ক্ষেত্রেই এক একটি পূর্ন অর্থ প্রকাশ পায়। আবার নিচের শব্দসমষ্টিগুলো পড়,
  • goes home.
  • he rice.
  • Rahim in the field.
ঠিক উপরের মত এখানেও কোন পূর্ন অর্থ প্রকাশ পায়নি।কিন্তু নিচের উদাহরন গুলো পড়,
  • He go home.
  • He eats rice.
  • Rahim plays in the field.
এবার কিন্তু প্রতিটি শব্দ সমষ্টিই একেকটি পূর্ন অর্থ প্রকাশ করতে পেরেছে।অর্থাৎ এখন আমরা এদের প্রত্যেককে sentence বা বাক্য বলতে পারি। তাহলে দেখা গেল, কোন শব্দ সমষ্টিকে একটি sentence বা বাক্য হতে গেলে তার মধ্যে অবশ্যই অর্থের সম্পুর্নতা থাকতে হবে। তাহলে sentence এর সবচেয়ে গুরুত্বপুর্ন বৈশিষ্ট্য হলো এর অর্থের পুর্ণাঙ্গতা বা Complete of sense.

এবার একটি চমৎকার জিনিস। আমরা উপরে উল্লেখিত বাংলা উদাহরনগুলো যদি নিচের মত করে লিখি তাহলে কি কোন অর্থ প্রকাশ করতে পারি?
  • যায় সে বাড়ি।
  • খায় ভাত সে।
  • মাঠে খেলে রহিম।
না, আমরা উপরের শব্দগুচ্ছ দিয়েও কোন পুর্নাঙ্গ অর্থ প্রকাশ করতে পারিনা। কিন্তু কেন? আগে আমরা যে পুর্নাঙ্গ অর্থ সম্পন্ন বাক্যগুলো তৈরী করেছিলাম তাদের সবগুলো শব্দইত প্রতিটি শব্দগুচ্ছ আছে, কিন্তু অর্থ প্রকাশিত হল না কেন? উত্তর হল এইঃ শব্দ গুলো ঠিক আছে কিন্তু তাদের অবস্থানগুলো পালটে গেছে। একটি শব্দের জায়গা দখল করেছে অন্য একটি শব্দ।
  • goes home he.
  • He rice eats.
  • in plyas the field Rahim.
তাহলে দেখা গেলো যে শব্দগুচ্ছের এলোমেলোভাবে কোন পুর্নাঙ্গ অর্থ প্রকাশ করার ক্ষমতা নেই।অর্থ প্রকাশ করতে হলে  অর্থাৎ বাক্যে পরিনত হতে গেলে, তাদেরকে অবশ্যই অবস্থানগত একটি শৃংখলা বা order মেনে চলতে হবে। অর্থাৎ, শব্দগুলোকে যার যার নিজস্ব জায়গায় ব্যবহার করা চাই।নইলে তারা কোন বাক্য গঠন করতে পারবেনা।
তাহলে উপরের আলোচনা থেকে আমরা sentence এর প্রধান তিনটি বৈশিষ্ঠ খুজে পাই। সেগুলো হলো,
  • Completeness of sense ( অর্থের পূর্নতা)
  • Correct order ( যথাযত শৃংখলা)
  • Combination of words ( শব্দ সমষ্টি)

সুতরাং sentence এর সংঙ্গাঃ

Definition: A sentence is a combination of words arraged in such an order that it expresses a complete sense or meaning.

(বাক্য হল এমনভাবে সাজানো শব্দগুচ্ছ যা একটি পূর্নাঙ্গ অর্থ প্রকাশ করে।)
 এরপর আমরা sentence এর বিভিন্ন element  নিয়ে আলোচনা করব।
  

বাড়ির কাজঃ What are the main characteristics of a sentence?




No comments

Powered by Blogger.